বিশ্বজমিন
ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে চায় কোন কোন দেশ!
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে কি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে! রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দমিত্রি মেদভেদেভের একটি এক্স বার্তায় এমন জল্পনা বিশ্বজুড়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। মেদভেদেভ বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ। তবে কোন কোন দেশ আছে এই তালিকায় তা তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিওনিদ স্লুটস্কি বলেছেন, সহিংসতার পরিণতি এ অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন দমিত্রি মেদভেদেভ। তিনি জানতে চেয়েছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কী অর্জন করল? সেখানে তো সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জোর দিয়ে তিনি বলেন, এখন তো পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ধারাও অব্যাহত থাকবে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র সরাসরি সরবরাহ দিতে প্রস্তুত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরানের রাজনৈতিক শাসকগোষ্ঠী টিকে আছে। এমনকি তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। পুরো দেশের মানুষ দেশটির ধর্মীয় নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হয়েছে। এমনকি যারা বিরোধী ছিলেন তারাও। তিনি প্রশ্ন রাখেন আমরা নিশ্চিতভাবে জানি না ইসরাইলের হাতে গোপন পারমাণবিক কর্মসূচি আছে কিনা। এ দুটি দেশকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে এসব কর্মসূচি থেকে বিরত রাখা হোক। এই কর্মসূচি তেল আবিব চালাতে পারবে, তেহরান কেন পারবে না?
তেহরানের জন্য পারমাণবিক কর্মসূচি হলো টিকে থাকার সমান। যদি এসব কর্মসূচি পুরোদমে শেষ করে দেয়া হয় তাহলে ইরান তা অবশ্যই ব্যবহার করবে। যদি ব্যবহার না করে, তাহলে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান। একদিন নেতানিয়াহু চলে যাবেন। কিন্তু ইরান থাকবে। হয়তো তখন নেতৃত্ব দেবেন কোনো নতুন আয়াতুল্লাহ।
পাঠকের মতামত
আমেরিকা un কে ব্যবহার করে পৃথিবীতে অশান্তির মধ্যে রাখছে.
জাতিসংঘের সদস্য দেশ গুলো এক এক সময় এক এক পক্ষে কথা বলে যখন যেভাবে সুবিধা হয় ওইভাবেই কথা বলে যদি ন্যায্য কথা না বলতে পারে এই জাতিসংঘ নামের অফিসটা রাখার দরকার নাই
Really you are very very nice man.
আসলে সারা বিশ্ব ইরানের কাঁধে বন্দুক রাখতে চায় ব্যাপারটা তা নয় ইতোমধ্যে বন্দুক রেখেছে।
জাতিসংঘের কেমন নিতি ইসরাইল কে পরমানু ভোমা বানাতে সহজুগি করে আর ইরান কে না করে কেন ইরানের কি আত্তরক্ষা অধিকার নাই