ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

মামদানিকে ট্রাম্পের ধমক

নেতানিয়াহু গ্রেফতারের হুমকিতে ক্ষুব্ধ হোয়াইট হাউজ

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন

mzamin

গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার ওপর ভিত্তি করেই যদি নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে যান তাহলে তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন ডেমোক্রেট সোশ্যালিস্ট নেতা জাহরান মামদানি। অবশ্য সেটা তিনি যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হন, তারপরে। তবে তার এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত জাহরান মমদানির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেছেন। ট্রাম্প তাকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রেক্ষিতে নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মমদানি বলেন, তিনি যদি জয়ী হন আর তারপর নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে যান তাহলে তাকে গ্রেফতার করবেন। এ প্রসঙ্গে ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে যাওয়ার আগে বলেন, সে (মমদানি) কোনো সমাজতন্ত্রী না, সে একজন কমিউনিস্ট। সে ইহুদি সম্প্রদায় নিয়ে ভয়ানক কিছু মন্তব্য করেছে। ট্রাম্প আরও বলেন, সে এখন একধরনের ‘হানিমুন পিরিয়ড’ পার করছে। সে হয়তো নির্বাচনে জিততেও পারে। কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকেই নিয়ন্ত্রণ হয়। ডলার পেতে হলে তাকে হোয়াইট হাউসের মাধ্যমে পেতে হবে। তাই তাকে ভদ্রভাবে আচরণ করতে হবে। না হলে তার জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। 

ওদিকে মমদানির ঘোষণার প্রেক্ষিতে নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি এ ব্যাপারে খুব একটা চিন্তিত না। এ সময় ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি তাকে (মমদানিকে) বের করে আনব। নেতানিয়াহু বলেন, পৃথিবীতে যথেষ্ট পাগলামি আছে। মনে হচ্ছে তা কোনোদিন শেষও হবে না। এটি লজ্জাজনক এবং অনেক দিক থেকে হাস্যকর। কারণ বিষয়টা আদৌ গুরুতর নয়। নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয়, তিনি আগামী বছর নিউ ইয়র্ক সফরে যাবেন কি না। উত্তরে তিনি বলেন, আমি ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে যাব। তবে নেতানিয়াহু এ বছরের সেপ্টেম্বরেই নিউ ইয়র্কে যেতে পারেন, যদি তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখার সিদ্ধান্ত নেন।
 

পাঠকের মতামত

Trump and Netaneahu are same...totally responsible for Gaza tragedy where more then 56000 people killed(60% women and children)

A Hayat Choudhury
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status