বিশ্বজমিন
টেক্সাসে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:৪৪ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় ভাসছে যুক্তরাষ্ট্রের জনবহুল অঙ্গরাজ্য টেক্সাস। গত কয়েকদিনে প্রতি মুহূর্তেই ভেসে আসছে মৃত্যুর খবর। শুক্রবার শুরু হওয়া আকস্মিক বন্যার পর থেকে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। নিখোঁজদের খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। নদী তীরবর্তী এলাকাগুলোতে আরও ভারী বর্ষণ ও ঝড়ের সতর্কবার্তা দেয়া হয়েছে। বন্যার চার দিন পরও জীবিত মানুষ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া অন্তত ২৭ জন নারীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন আশ্রয় শিবিরের কর্মীও রয়েছেন। এছাড়া এখনও ১০ জন নারী ও ক্যাম্পের কর্মী নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে টেক্সাসের কের নামক শহরে। সেখানে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। এই শহরের কোল ঘেষে গুয়াদালুপে নদী বয়ে গেছে। মূলত নদীর পানি এলাকা প্রবেশ করে ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। ভাসিয়ে দিয়েছে গোটা শহর। আশ্রয় শিবিরগুলোও ঝুঁকিতে পড়েছে। সোমবার ক্যাম্প মিস্টিকের এক বিবৃতিতে বলা হয়েছে, এমন অকল্পনীয় ট্রাজেডি সহ্য করা আমাদের পরিবারগুলোর জন্য অসহনীয় হয়ে উঠেছে। আকস্মিক এই বন্যায় ক্যাম্প মিস্টিকের এক সহকারী প্রতিষ্ঠাতার মৃত্যু হয়েছে। একটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন ৭০ বছর বয়সী রিচার্ড ইস্টল্যান্ড। তার মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। হাল্কা থেকে মাঝারী ঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস)। এদিকে এনডব্লিউএস এর বরাদ্দ কমানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। যদিও হোয়াইট হাউস বলছে, বরাদ্দ কমালেও আবহাওয়া পরিষেবা ব্যাহত হবে না। হোয়াইট সেক্রেটারির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডন করে বলেছেন, এগুলো ঈশ্বরের বিধান। তিনি বলেন, বন্যার আকস্মিক আঘত প্রশাসনের ব্যর্থতা নয়। জাতীয় আবহাওয়া পরিষেবা তাদের প্রাথমিক প্রস্তুতি রেখেছে এবং তাদের কাজ করেছে। এদিকে কাউন্টি শেরিফের অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি। আগামী সপ্তাহে টেক্সাস সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।