বিশ্বজমিন
কায়রোর টেলিযোগাযোগ ভবনে আগুন, ৪ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:০৫ অপরাহ্ন

মিশরের রাজধানী কায়রোতে একটি টেলিযোগাযোগ ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ কর্মকর্তা। এতে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা ব্যাহত হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দেল গফফার। দেশটির রাষ্ট্রীয় টেলিভশনে বলা হয়েছে, টেলিকম ইজিপ্ট পরিচালিত ওই প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মিশরের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আমর তালাত বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে পরিষেবাগুলো ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে আসবে। মঙ্গলবার এক বিবৃতিতে কর্মীদের মৃত্যুতে শোক জানিয়েছে টেলিকম ইজিপ্ট। এসময় নিহতদের পরিবারের প্রতি সহায়তা প্রদানের বিষয়েও বলা হয়েছে। মেইন হটলাইনে যোগাযোগ করা না গেলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য বিকল্প নম্বর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টেলিযোগাযোগ সেবার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবাও ব্যাহত হয়েছে। এই দুর্ঘটনায় সোমবার ব্যাংক বন্ধ রাখে দেশটি। হতাহতের কারণ হিসেবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়াকে দায়ী করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাফ্ফার বলেছেন, বেশির আহতের কারণ অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, আগুন যেন পুরো ভবনে বা আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে তড়িত ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।