ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

প্রেমের টানে মার্কিন যুবতী ভারতে

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৭ অপরাহ্ন

mzamin

ভালোবাসা মানে না কোনো বাধা। না মানে কোনো দূরত্ব। এবার ভালোবাসার এমনই নজির সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের এক যুবতী জ্যাকলিন ফোরেরো। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মনের মানুষকে বিয়ে করতে ভারতে এসেছেন তিনি। ১৪ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চন্দনের সঙ্গে পরিচয় হয় তার। চন্দন ভারতের অন্ধ্র প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। ইন্সটাগ্রামে ‘হাই’ এর মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে কথা বাড়ে। চন্দনের সরলতা দেখে তার প্রেমে পড়েন জ্যাকলিন। বর্তমানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ।

 ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জ্যাকলিন বলেন, ‘এক সঙ্গে থাকার ১৪ মাস। জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য আমরা প্রস্তুত।’ ৪৫ সেকেন্ডের এক ভিডিওতে এক সঙ্গে থাকার বেশ কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। দেখান কীভাবে সাধারণ কথা দিয়ে শুরু করে তাদের মধ্যে অটুট বন্ধন তৈরি হয়েছে। পোস্টে তিনি লেখেন, আমি চন্দনকে প্রথম ম্যাসেজ দিই। তার প্রোফাইল দেখে জানতে পারি, তিনি ধর্মতত্ত্ব জানা একজন খ্রিস্টান। চন্দনের আবেগের জায়গাগুলোর সঙ্গে জ্যাকলিন নিজের আবেগের সাদৃশ্য খুঁজে পান। তাদের দু’জনেরই পছন্দের বিষয় সঙ্গীত, শিল্প ও ফটোগ্রাফি। পোস্টে জ্যাকলিন আরও বলেন, ৮ মাস ডেট করার পর মাকে নিয়ে আমি জীবনের সেরা ভ্রমণের জন্য ভারতে আসি। এদিকে তাদের সম্পর্কের বিষয়ে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কেও লেখেন জ্যাকলিন। বলেন, কেউ সমর্থন করেছেন। কেউ আবার কটু দৃষ্টিতে তাকিয়েছেন। কেউ খুব খারাপ মন্তব্য করেছেন। কেউ অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। উল্লেখ্য, চন্দনের চেয়ে বয়সে ৯ বছরের বড় জ্যাকলিন।

 ‘আমাদের সম্পর্কে প্রতিকূলতা তৈরি হয়েছিলো। তবে সৃষ্টিকর্তা আমাদের মেলানোর জন্য অলৌকিকভাবে সব প্রতিকূলতা দূর করে দেন’ - এই বার্তা দিয়ে তিনি তার ভিডিও শেষ করেন। এদিকে তাদের প্রেমের গল্প অনলাইনে ব্যাপক সমর্থন পেয়েছে। একজন মন্তব্য করেন, ৯ বছর তেমন কোনো ব্যাপারই না। আমার স্বামী ও আমার বয়সের ব্যবধান ১০ বছর ৭ মাস। আরও বলেন, সবসময় বিরোধিতাকারীরা থাকবেই। যদি ঈশ্বর আপনাদের সহায় হন তাহলে আমার মনে হয় আপনাদের সামনে এগিয়ে যাওয়াই উচিত। আমি আপনাদের দু’জনের জন্য অনেক খুশি। 

অন্য আরেকজন বলেন, দু’জনকে এক সঙ্গে চমৎকার দেখাচ্ছে। একই রকম ঘটনার বর্ণনা দিয়ে আরেকজন মন্তব্য করেন, প্রেমের সাত মাস পর আমিও আমার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য ভারতে পাড়ি জমাই। এটি প্রায় ২-৩ বছর আগের ঘটনা। উল্লেখ্য, জ্যাকলিন ও চন্দনের একটি ইউটিউব চ্যানেল আছে। এই জুটি এখন চন্দনের ভিসার জন্য আবেদন করছেন এবং যুক্তরাষ্ট্রে নতুন জীবন  শুরুর পরিকল্পনা করছেন। 

পাঠকের মতামত

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

Md.Mayeen Uddin Sumo
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৫:২২ অপরাহ্ন

আমার জীবনেই এমন ভালবাসা হলোনা বা এলোনা।।

al masum
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

অসাধারণ! দুজনকেই অভিনন্দন

Harun Rashid
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:০৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status