ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাইটস যশোরের উদ্যোগে হাফওয়ে হোমের জেলা পর্যায়ের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে বেনাপোলে অবসি'ত হাফওয়ে হোমের জেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত। 
অন্যান্যের মধ্যে আলোচনা করেন- প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান, সদর কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আবুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা কর্মসংস'ান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ। আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় বেনাপোল হাফওয়ে হোমের পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। 
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, প্রত্যাগত সারভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিতকরণে উদ্যোগটি মহৎ। জেলা প্রশাসন এই হোমের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তিনি আশা করেন এই সভার মাধ্যমে সারভাইভারদের আবাসন, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তাসহ সরকারি ও বেসরকারি যাবতীয় পরিষেবা প্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি উপসি'ত ছিলেন। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এস এম আজহারুল ইসলাম।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status