বাংলারজমিন
ভাইয়ের মৃত্যুশোকে অসুস' হয়ে আরেক ভাইয়ের মৃত্যু
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস' হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালীপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা যায়, বুধবার (১৬ই এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) ও একঘণ্টার ব্যবধানে সকাল ১১টার দিকে হাসপাতালে নেয়ার পর মো. তাহের মিয়া (৬০) মারা যান। পরে তাদের জানাজা একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ার পর এলাকার পুরাতন ঈদগাহ্র পাশে কবরস'ানে তাদের দাফন করা হয়। তারা কালীপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে রইছ অসুস'তার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর ছোট ভাই অসুস'বোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেয়ার পর তাহেরও মারা যান।
এ বিষয়ে প্রতিবেশী কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুইজনেরই চারজন করে সন্তান রয়েছে। ছেলে-মেয়েরা ভালো অবস'ানে রয়েছেন। অনেক ভালো মানুষ ছিলেন তারা।
রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যুশোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন।
ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. শাহীন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ ও তাহের। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।