বাংলারজমিন
পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে প্রথম জাতীয় বিজনেস ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি-২০২৫ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২২টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ কনফারেন্সে অংশগ্রহণ করেন। ৫টি ট্র্যাকে দিনব্যাপী কনফারেন্সটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। কিনোট স্পিকার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবী এবং বিজনেস ব্রিলিয়ান্স স্পিকার হিসেবে ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
উদ্বোধনী সম্মেলেনে উপাচার্য আব্দুল-আওয়াল বলেন, আমি যোগদানের পর থেকেই কোয়ালিটি এডুকেশনকে গুরুত্ব দেয়া এবং পরিকল্পনামাফিক কাজ করছি। আগামী জুনে আরেকটি ন্যাশনাল কনফারেন্স করার চিন্তা আছে। ধাপে ধাপে সবগুলো অনুষদের জাতীয় কনফারেন্স করা হবে। তিনি উদ্যোক্তা তৈরির জন্য আকিজ উদ্দীনের উদাহরণ দেন। একজন আকিজ উদ্দীন হওয়ার জন্য অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের সামনে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আলীবাবা এবং অ্যামাজনের উদাহরণ তুলে ধরেন। তাদের সেভাবে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি আরও বলেন, আমাদের ইনোভেটিভ আইডিয়া জেনারেট করা এবং দেশ-বিদেশ ভ্রমণের মাধ্যমে আইডিয়া বৃদ্ধি করতে হবে।
উপ-উপাচার্য নজরুল ইসলাম বলেন, এই কনফারেন্সের মাধ্যমে আমাদের সুযোগ তৈরি হয়েছে। আমাদের নতুন নতুন ধারণা ও চিন্তা করতে হবে। নৈতিক ব্যবসাকে প্রাধান্য দিতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, আজকের কনফারেন্সের মাধ্যমে আমাদের নবদিগন্তের শুরু। ভবিষ্যতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আরও করবো। এর মাধ্যমে নতুন নতুন আইডিয়া তৈরি হবে এবং গবেষণায় বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. আসফাকুর রহমান।