বাংলারজমিন
‘মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাঁথা অধ্যায়’
মেহেরপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, ১৯৭১ সালের ১৭ই এগ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল তা আমাদের জন্য এক বীরত্বগাঁথা অধ্যায়। আমরা গতকাল ফিরে যেতে পারবো না। ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না। এখানে যে সরকার গঠন করা হয়েছিল সেই বিষয়টি অমলিন থাকবে। ১৭ই এপ্রিলের ঐতিহাসিক মুজিবনগর দিবসটি স্মরণ করে রাখতে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে আরও বলেন, এখানে যা কিছু করা হবে তা ঐতিহাসিক বস'নিষ্ঠতার নিরিখেই করা হবে। এর বাইরে কোনো কিছু আরোপিত করা হবে না। কোনো কিছুর সত্যতার ইতিহাস মোচনও হবে না।
ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছেন তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছেন। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি গ্লানিকর। এরইমধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। কিছু বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছি। বিভিন্ন রকমের প্রায় ২ হাজার ৭শ’র বেশি মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেয়ার বিষয়ে অনেক উদ্যোগ গ্রহণ করাসহ মুজিবনগর কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শন করে যৌক্তিকভাবে পুনর্নির্মাণ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপসি'ত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল (অব.) আব্দুল গাফফার, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুষ্পার্ঘ অর্পণ শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এবং আমবাগানের বিভিন্নস'ান পরিদর্শন করেন।