বাংলারজমিন
রাজশাহীতে আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় যুবক গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবাররাজশাহীতে প্রতারণার মাধ্যমে কলেজছাত্রীর আপত্তিকর ছবি বিভিন্ন সাইবার মাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলায় মনোয়ার হোসেন মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সকালে র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুন্না পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা। বুধবার বিকালে নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের হওয়া পর্নোগ্রাফি মামলায় পুঠিয়া থানাধীন ঝলমলিয়া নামক এলাকায় তাকে আটক করা হয়। এরপর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী রাজশাহী সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয়বর্ষের ছাত্রী। ২০২৪ সালের ১১ই জুলাই বিকালে আসামি একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে একটি আপত্তিকর ছবি পাঠিয়ে বিভিন্ন হুমকি দেন। এরপর আসামি বিভিন্ন নামে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে তার একটি এডিট করা আপত্তিকর ছবি পাঠায়। আসামি ওই ছবিটি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ভিকটিমের পরিচিত ব্যক্তির কাছে ছবিটি দিয়ে অপপ্রচার চালায়। এছাড়াও ৩১শে আগস্ট সকাল পৌনে ৯টার দিকে আসামি অপর একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দেন। র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, আসামিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস'া গ্রহণ করা হবে।