বাংলারজমিন
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে জামায়াতের ২ কর্মী বহিষ্কার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দুই জামায়াতকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- ছত্তরুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন প্রকাশ ও জয়পুর পূর্ব জোয়ার গ্রামের রবিউল হোসেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরও কয়েকজনের ব্যাপারে তদন্ত চলছে বলে সূত্র জানিয়েছে।
গত মঙ্গলবার বিকালে করেরহাট গণিয়াতুল উলূম হোসাইনিয়া আলিম মাদ্রাসার হলরুমে কর্মী সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার বলেন, যারা সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্ম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস'া নেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। স'ানীয় কর্মীদের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন বালু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে জামায়াতের পরিচয় ব্যবহার করে অন্যায্য সুবিধা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়।
অভিযুক্ত রবিউল হোসেন বলেন, আমরা বালু ব্যবসায়ের সঙ্গে জড়িত। আমাদের নিজস্ব ব্যবসা এটি। আমরা কোনো সংগঠনের নাম ভাঙিয়ে রয়্যালিটি নিই নাই। এটা আমাদের ব্যবসায়ের অংশ। জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী জানান, জামায়াতে ইসলামী কোনো রয়্যালিটি গ্রহণ করে নাই। যারা করেছেন তারা ব্যক্তিগতভাবে নিয়েছেন। আমরা তাদের কর্মী থেকে অব্যাহতি দিয়েছি। তারা আমাদের দায়িত্বশীল কেউ নন। এগুলো আমরা বৈঠকে জনশক্তিদের জানিয়ে দিয়েছি।