বাংলারজমিন
তাহিরপুরে সিমেন্টবোঝাই মাহিন্দ্র উল্টে ড্রাইভার নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারসুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র গাড়ি উল্টে মিজান (২৫) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজান মাহারাম নদীর উপর নির্মাণকৃত সেতুর সিমেন্ট আনার জন্য মাহিন্দ্র গাড়ি নিয়ে যাদুকাটা নদীর উপরে যান। পরে অতিরিক্ত সিমেন্ট নিয়ে ফেরার পথে মন্দিরের সামনে নিচ থেকে উপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে নিচে পড়ে ঘটনাস'লেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস'লে এসে লাশ উদ্ধার করে। তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক পঙ্কজ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।