ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চকরিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া ময়লাডিপো এলাকায় কক্সবাজারমুখী এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি গাড়ির চালক সহ দুই ব্যক্তি নিহত হয়। 
নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেত পাড়ার মনোয়ার আলমের পুত্র সিএনজি চালক শহীদুল ইসলাম সোহেল (২৭) একই এলাকার মাওলানার জামাল হোছাইনের পুত্র নুরু উল্লাহ (২৫) ঘটনাস'লে নিহত হন। সিএনজি গাড়িতে থাকা একটি ছাগলও মারা যায়। ওইসময় সিএনজি গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়।  
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানান, বাস এবং সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। তারমধ্যে শহীদুল ইসলাম সোহেল সিএনজি চালক অপর নুরু উল্লাহ ওই গাড়ির যাত্রী ছিলেন। গাড়ি দুইটি ঘটনাস'ল থেকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status