ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চুরির ঘটনায় ৯৯৯-এ কল

পৌঁছাতে দেরি হওয়ায় পুলিশের মাথা ফাটালো দোকানদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

গাজীপুরের শ্রীপুরে এক মুদি দোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ যেতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে ওই দোকানদার। এ ঘটনায় অভিযুক্ত দোকানীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আহত পুলিশের এএসআই মো. আবুল হোসেন (৩৫) শ্রীপুর উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। অভিযুক্ত মুদি দোকানদার রাশেদ খান মেনন (২৭) শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি স'ানীয় শৈলাট বাজারে দোকান পরিচালনা করেন। গতকাল সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। 
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসমতউল্লাহ জানান, সকালে শ্রীপুর থানার ওসি মহোদয় একটি নামার দিয়ে বলেন ওই নাম্বারে যোগাযোগ করতে। যোগাযোগ করলে জানতে পারি, মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস'লে পাঠানো হয়। এরপর তিনি ঘটনাস'লে যাওয়ার পরপরই দোকানী পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে আঘাত করে পুলিশের মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানকে আটক করে। এ ঘটনায় দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার কর বলেন, ৯৯৯ জাতীয় পরিসেবা নাম্বারে ফোন পেয়ে ঘটনাস'লে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে এমন অপবাদে পুলিশের উপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত দোকানীকে আটক করে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status