ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গোপালগঞ্জের সেই সহকারী কর কমিশনারকে বদলি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

মানবজমিনে দুর্নীতির সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ-৫০ সার্কেল, কর অঞ্চল-৩ ঢাকা-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মনির হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল কর অঞ্চল-৩ ঢাকা-এর কর কমিশনার মো. রফিকুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। অফিস আদেশে অভিযোগ ওঠা কর্মকর্তা মনির হোসেনকে গোপালগঞ্জ-৫০ সার্কেল থেকে রাজবাড়ী-৫৬ সার্কেল বদলি/পদায়ন করা হয়েছে। একই আদেশে রাজবাড়ী-৫৬ সার্কেলের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেনকে গোপালগঞ্জ-৫০ সার্কেলে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১২ই এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকাসহ একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘গোপালগঞ্জের সহকারী কর কমিশনারের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে গোপালগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আইনজীবীদের লিখিত অভিযোগের সূত্রে বলা হয়েছিল, গোপালগঞ্জ-৫০ সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মনির হোসেন গত ২৪শে সেপ্টেম্বর গোপালগঞ্জে যোগদান করেই বহিরাগত কিছু নারী ও পুরুষ দালালদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং তাদের মাধ্যমে করদাতাদের আইনিসেবা নিতে নির্দেশ দেন। পরে তাদের মাধ্যমে বিভিন্ন করদাতাদের কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা হাতিয়ে নিয়ে সরকারি কোষাগারে নামমাত্র কর জমা দিয়ে রাষ্ট্রকে ফাঁকি দিতে শুরু করেন। এ ছাড়াও তার নিজ দপ্তরের অফিস সহকারী ইয়াহিয়া মুন্সী, নৈশপ্রহরী সোহরাব হোসেন ও আউটসোর্সিং কর্মচারী মিরাজ হোসেনসহ অন্যান্য বহিরাগত দালালদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন বাজারের দোকান, ইটভাটা, বাড়ি-গাড়ির মালিকসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মামলার ভয় দেখিয়ে নগদ টাকা আদায় করে ভাগবাটোয়ারা করে ভোগ করে আসছেন। এ ছাড়াও তিনি তার অফিস রুমে বহিরাগত সুন্দরী নারী দালালদের ঢুকিয়ে দরজা বন্ধ করে কাজের নামে রঙ্গ তামাশা করতেন। এতে সরকারি দপ্তরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছিল।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status