ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচ ডি এফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলে কর্তৃপক্ষ। পরে এদিনই আবার নোটিশ টানিয়ে জানিয়ে দেয় বৃহস্পতিবার তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করবে। কিন্তু আজকে আবার কারখানা গেটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২শে এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়া হয়। তাই আমরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। 
তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আবদুল লতিফ খান বলেন, ওই কারখানার মালিক পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমাদের ফোন না ধরায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status