ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশের মদতে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল সকালে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমদ এমন অভিযোগ করেন। 
তিনি বলেন, গত সোমবার (১৪ এপ্রিল) আমার বাড়ি থেকে আম চুরি করে সালাউদ্দিন, এসআই পলাশের ভাতিজারাসহ অনেকে। আমার বড় ছেলে আম চুরির প্রতিবাদ করায় একই দিন রাতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও সেনবাগের হেলমেট বাহিনীর প্রধান সোহেল, সালাউদ্দিন ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালায়। এসব অপকর্মের মদত জোগাচ্ছে কুমিল্লায় জেলায় কর্মরত পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশ। শেখ আহমদ বলেন, তিনি আওয়ামী সন্ত্রাসীদের দোসর সালাউদ্দিনের বড় ভাই। আওয়ামী শাসন আমলে বিভিন্ন অপকর্ম করে পুলিশের নাম ভাঙিয়ে পলাশ কোটি কোটি টাকার মালিক বনে যান। আমাদের বাড়িতে হামলা হওয়ার পর এসআই পলাশের ইন্ধনে তারা উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। বহিরাগত সন্ত্রাসী এনে আমার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হয়।’ তিনি অভিযোগ করে বলেন, সোহেল চাঁদাবাজি মামলার আসামি ও সুমন হত্যা মামলার আসামি। গত ৫ই আগস্টের পর তারা রাজনীতির খোলস পাল্টে একাধিক বিএনপি’র পরিবারের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমার এক ছেলে কুতুবেরহাট বাজারের ব্যবসায়ী, আর ছোট ছেলে নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। আমার পুরো পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। আওয়ামী সন্ত্রাসীরা যেকোনো সময় আমার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় হামলা চালাতে পারে। তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম পলাশ বলেন, আপনারা স্থানীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখেন, এরপর যেটা সত্য হয় সেটা লিখেন। এ বিষয়ে সেনবাগ থানার এসআই কৃঞ্চ মোহন মানবজমিনকে বলেন, আম পাড়া দিয়ে দু’পক্ষের মধ্যে ঘটনার সূত্রপাত হয়। লিখিত অভিযোগ পেয়ে দু’পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হয়। পরে বৈঠকটি অমীমাংসিত ভাবে শেষ। এখন পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status