বাংলারজমিন
দাউদকান্দি মডেল থানার নতুন তদন্ত ওসি সামছুল আলম
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
দাউদকান্দি মডেল থানার নতুন তদন্ত ওসি হিসেবে যোগদান করেছেন সামছুল আলম। তিনি বিদায়ী ওসি (তদন্ত) শহীদুল্লাহ প্রধান’র স্থলাভিষিক্ত হয়েছেন। সামছুল আলম চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশ স্টেশন থেকে দাউদকান্দি মডেল থানা এসেছেন। মুন্সীগঞ্জ জেলার সন্তান ওসি সামছুল আলম তার শিক্ষা জীবন শেষ করেন ১৯৯২ সালে। ৯৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ওসি (তদন্ত) সামছুম আলম তার চাকরির ক্যারিয়ারে দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে দক্ষতা, যোগ্যতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলার পুলিশ স্টেশনে একনিষ্ঠতা, সচেতনতা, দায়িত্বশীলতা ও জনবান্ধন দৃষ্টিকোণ থেকে নিজ দায়িত্ব পালন করেছেন। ওসি (তদন্ত) সামছুম আলম তার ব্যক্তিগত পারিবারিক জীবনে দুই সন্তানের জনক। তিনি তার নতুন কর্মস্থল দাউদকান্দি মডেল থানায় দায়িত্বকালীন সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।