বাংলারজমিন
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আকরাম আলী। স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার সকালে আলফি প্রাইভেট পড়ে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে নান্টু তাকে উত্ত্যক্ত করে। পরে আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা-বাবাকে জানালে তার বাবা বিষয়টি নান্টুর বাবা-মা’কে জানান। এতে ক্ষিপ্ত হয় নান্টু। এ ঘটনায় বুধবার রাত আনুমানিক ১০টার দিকে আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকায় নান্টু দলবল নিয়ে পেটাতে শুরু করে। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবাকেও মারতে শুরু করে। একপর্যায়ে ইট দিয়ে আকরামের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নিহতের ছেলে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।