ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রূপগঞ্জে সেতু নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেতু সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল সকালে কায়েতপাড়া এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আয়োজকরা। দ্রুত এই সেতুর সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ না করা হলে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন তারা। জানা যায়, রাজধানীর উপকণ্ঠের জনপদ রূপগঞ্জের সঙ্গে রাজধানীর সেতুবন্ধন গড়ে তুলেছে ডেমরা-কালীগঞ্জ সড়কের চনপাড়া সেতু। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে বালু নদের উপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন লাখ মানুষের যাতায়াত। ১৯৯১ সালে এলজিইডির অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। নির্মাণের পর মেয়াদ দেয়া হয়েছিল ২০ বছর। প্রায় তিন যুগের এই সেতু থেকে এখন পলেস্তারা খসে পড়ছে। সেতুর পিলার ও রেলিংয়ের রড বেরিয়ে গেছে। পিলার ঘেঁষে বালুবাহী বাল্কহেড চলাচল করছে। বাল্কহেডের ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। গাড়ি পারাপারের সময় সেতু কেঁপে ওঠে। সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। 
দীর্ঘদিন ধরে সেতুর এ অবস্থা হলেও তা মেরামত কিংবা সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। সেতুর পাশে নতুন করে আরও একটি সেতু নির্মাণ করার কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। নদীতে চলমান ট্রলারের ধাক্কায় সেতুর চারটি পিলার, ভিম ও রেলিংয়ের বিভিন্ন অংশের পলেস্তারা খসে এখন এই সেতু যেন রডের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে। ২০০০ সালে প্রথম সেতুতে ফাটল দেখা দিলে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। ২০১২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিদপ্তর সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার সাইনবোর্ড দিয়ে দায়িত্ব শেষ করেন। তারপরও কেটে গেছে দশ যুগের বেশি সময়। বর্তমানে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ও ঝুঁকিপূর্ণ থাকায় রূপগঞ্জের মানুষ প্রায় ২০ কিলোমিটার ঘুরে ঢাকায় তাদের মালামাল আনা-নেয়া করছে। জনগুরুত্বপূর্ণ এ সেতু অবিলম্বে নতুন করে নির্মাণ করা এখন স্থানীয়দের গণদাবি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বালু নদের উপর চনপাড়া-ডেমরা সেতু সম্পর্কে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। টেন্ডারের পর জনগুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status