ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নাগরিক শোকসভায় মুক্তাদির

তারেক কালাম নিবেদিত প্রাণ ও ত্যাগী রাজনীতিবিদ ছিলেন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুম একেএম তারেক কালাম একজন জনদরদি রাজনীতিবিদ, মানবকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী রাজনীতিবিদ। রাজনীতিতে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তিনি (একেএম তারেক কালাম) একজন নিবেদিত প্রাণ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। সিলেট জেলা ও সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে তার ভূমিকা অপরীসীম। তিনি সর্বদা জনগণের জন্য রাজনীতি করতেন। তিনি বৃহস্পতিবার রাতে টুকেরবাজার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত টুকেরবাজার মাঠে সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি একেএম তারেক কালামের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপি আহ্বায়ক শহীদ আহমদের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি এনামুল হোসেন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, সহ-সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব। জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এনাম হোসেন, মহানগর বিএনপি’র সদস্য রিয়াজ আহমদ সুমন ও জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফজল আহমদের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন- মরহুম এ কে এম তারেক কালাম সাহেবের কনিষ্ঠ পুত্র ইনজামাম হক ইনজু, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ টুকেরগাঁওপাড়া বিএনপি’র সভাপতি আবুল হাসান মাসুম, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আঙ্গুর আলম, শ্রমিক দল নেতা মোহাম্মদ নুরুল হক, বিএনপি নেতা এডভোকেট আলী হায়দার, যুবদল নেতা মোহাম্মদ ইমরান খান সাদেক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জুনায়েদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া, যুবদল নেতা রাসেল আহমদ, সাইফুল আলম, খালেদ আহমদ, ছাত্রদল নেতা নাদিম আহমদ সাকিব, কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য গত ৩রা ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status