বাংলারজমিন
তারাকান্দার ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবারঢাকার উত্তরা থেকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ক্লুলেস বৃদ্ধ আবেদ আলী (৭০) হত্যা মামলার আসামি মাহাবুবুর রহমান মাছুদ (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতের মেয়ে মোছা. রোকিয়া বেগম জানান, গত ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বৃদ্ধ পিতা মাহফিল শোনার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু মাহফিল শেষে বাড়ি না ফিরলে তার বৃদ্ধ মা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। পরদিন সকাল ৭টায় পশ্চিম পাণ্ডলী সাকিনস্থ এলাকায় আনোয়ারের ফিশারির পুকুরে আবেদ আলীর মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বাদীসহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টর এলাকা থেকে পাণ্ডলী পশ্চিম গ্রামের মজিবুর রহমানের পুত্র মাহাবুবুর রহমান মাছুদকে গ্রেপ্তার করে। তাকে তারাকান্দা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।