বাংলারজমিন
কিশোরগঞ্জে তিস্তা ক্যানেলে মাদ্রাসাছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবারনীলফামারীর কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রিফাত মিয়া নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উত্তর বড়ভিটা সিট গাড়াগ্রাম এলাকায় তিস্তা প্রধান সেচ ক্যানেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও হোসাইনিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বাড়ি থেকে হাফ কি.মি দূরে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় রিফাত। এ সময় তার সঙ্গীরা চিৎকার দেয়ায় আশপাশের লোকজন এসে তাকে খুঁজতে থাকে। খবর পেয়ে পরিবারের লোকজন ছেচা জাল দিয়ে ক্যানেলে অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।