বাংলারজমিন
দৌলতপুরে সাবেক চেয়ারম্যান আটক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ কে এম ফজলুল হক কবিরাজ ওরফে ফজু কবিরাজ (৫৬)কে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ফজলুল ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তার নামে নাশকতার মামলা আছে এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে। তিনি ফিলিপনগর আবেদের ঘাট এলাকার মৃত আফাজ উদ্দিন কবিরাজের ছেলে। ডিবি পুলিশ সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফজলুল হক ওরফে ফজু কবিরাজ দলীয় পদ ব্যবহার করে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। ২০২৪ এর ৫ই আগস্ট পরবর্তী সময়ে তিনি সরকারবিরোধী নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেন এবং সরাসরি নাশকতায় অংশগ্রহণও করেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ডিবি পুলিশ তাকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।