বাংলারজমিন
খসে পড়ে মৃত্যুফাঁদে পরিণত শ্রীরামপুর ব্রিজ
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
বন্দরের শ্রীরামপুর খালের উপর বড় ব্রিজের মাঝ অংশ খসে পড়ে এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টি হলেই ব্রিজের উপর দিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার বিকালে প্রচণ্ড বৃষ্টির কারণে ব্রিজের মধ্যভাগের অনেকটা অংশ ধসে পড়েছে। ফলে সকল প্রকার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে পুরাতন ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজটি নির্মাণে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টেন্ডার হলেও অদৃশ্য কারণে শুরুর আগেই নির্মাণকাজ বন্ধ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের উপর দিয়ে রাস্তাটি বয়ে গেছে সোনারগাঁ বারদী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পর্যন্ত। কেওঢালা বাস স্ট্যান্ড থেকে বারদী আশ্রমে যাওয়ার বিকল্প এ সড়কের শ্রীরামপুর এলাকার খালের উপর নির্মিত ব্রিজটি সংস্কার পুনর্নির্মাণ না হওয়ায় ধীরে ধীরে খসে পড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে যেকোনো সময়ে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।