বাংলারজমিন
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ এপ্রিল ২০২৫, শনিবারনারায়ণগঞ্জে পাভেল (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি জুবায়ের আহমেদ (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার সকালে র্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েল মিয়ার ছেলে। আর নিহত পাভেল ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে। র্যাব জানায়, গত ৩১শে মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে পাভেল (৩০) নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব আরও জানায়, এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জুবায়ের আহমেদ পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।