বাংলারজমিন
মোরেলগঞ্জে ৩ শতাধিক ঘের ব্যবসায়ীর মানববন্ধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
মোরেলগঞ্জে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘেরের মালিক ও অংশীদাররা হয়রানিমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শুক্রবার বেলা ১২টার দিকে শনিরজোড় বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে পাঁচটি গ্রামের তিন শতাধিক ভুক্তভোগী কৃষক ও ঘের ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন- সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মণ্ডল, মোস্তাফিজুর রহমান জিবু, নাজমুন নাছিম হাসান রাখি ও কুরছিয়া বেগম। বক্তারা বলেন, ডেউয়াতলা গ্রামে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকরা ২ বছর পূর্ব থেকে সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে হাড়ির টাকা পরিশোধ করে চিংড়ি চাষ করছেন। ঘেরটি এর আগে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নিয়ন্ত্রণে ছিল। গত ৫ই আগস্টের পরে মহর আলী পালিয়ে গেলে জমির মালিকরা সাইফুল ইসলাম সোহাগকে সঙ্গে নিয়ে হাড়ির টাকা পরিশোধ করে ঘেরটি করে আসছেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নাতনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ার পরিচয়ে বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন ঘেরটি ফিরে পাওয়ার জন্য। ফলে এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার নাতনী তানিয়া ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা প্রতিনিধি পরিচয়ে মোবাইল ফোনে বলেন, ডেউয়াতলা গ্রামের ৬০ বিঘা জমির চিংড়ি ঘেরটিতে ৪৬ বিঘা জমি তার নানা মহর আলী গাজীর। ২০২৩ সালে তার নামে ডিড হয়। গত আগস্ট মাসে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার লোকজন ঘেরটি দখল করে নেয়।