ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া আধুনিক সমাজ হয় না: মনির হায়দার

মেহেরপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, বহির্বিশ্বে গণতন্ত্র বলতে বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টিবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচেয়ে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। গতকাল দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মনির হায়দার বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের মূল লক্ষ্য। আমাদের দেশে সত্যিকার অর্থে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, আর এর সবচেয়ে বড় কুফল হলো- সমাজে দু’টি জিনিসের ভয়ঙ্কর রকমের ঘাটতি তৈরি হয়। তা হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টিবিলিটি। নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবি, মেডিকেল অফিসার ডা. ফাতেমা কামাল সাখী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান আরা প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status