বাংলারজমিন
বাকেরগঞ্জে বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর, গ্রেপ্তার ৪
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবারবরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের ৬০ বছরের বৃদ্ধ হাবিবুর রহমানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছে ওই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রুস্তুম হাওলাদারের ছেলে আমান হাওলাদার ও মেয়ে কাজল বেগমসহ সংশ্লিষ্টরা। গত বুধবার রাতে নিয়ামতি ইউপি’র মহেশপুর বাজারে কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ‘কয়েকজন যুবক ও মহিলা জোর করে বৃদ্ধ হাবিবুর রহমানকে পিঠমোড়া করে বেঁধে রেখে বেধড়ক পিটাচ্ছেন।’ এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান গাজী বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সকল আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।