বাংলারজমিন
উল্লাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের শ্যামলীপাড়া এলাকায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, ৭তলা ভবনে নির্মাণকাজ করার সময় দুই শ্রমিক রশি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত অবস্থায় খাদেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনিও মারা যান। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ভবনের মালিক পক্ষের আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি।