বাংলারজমিন
অষ্টগ্রাম হাওরে শত শত একর জমি নদী ভাঙনের কবলে
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
কিশোরগঞ্জের অষ্টগ্রামের হাওরের বাঙ্গালপাড়া ইউনিয়ন নোয়াগাঁও একটি নদীর প্রান্তিক এলাকা। এখানে মেঘনা নদীর পাড়ে রয়েছে প্রায় ৫শ’ বসত বাড়ি। প্রতি বছরে এ নদীর প্রবল স্রোতে নোয়াগাঁও গ্রামে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে শত শত একর কৃষি ধানী জমি নদীভাঙনের কবলে পড়ছে। এ ব্যাপারে এলাকার জনগণ বারবার প্রশাসনকে অবগত করেও কোনো ফলাফল পায়নি। গ্রামটি প্রায় কয়েকশ’ বছরের একটি পুরাতন বসতি গ্রাম। যার পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী এবং এ নদীর উপর দিয়ে নির্মাণ হচ্ছে ১ হাজার মিটার ব্রিজ। যা অষ্টগ্রাম হতে পার্শ্ববর্তী জেলা বি.বাড়িয়াসহ সিলেট চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে সংযোগস্থল। নদীভাঙনের কারণে এ রাস্তাটি যেকোনো সময় বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘনার নদীভাঙন যেন এলাকাটি একটি নিয়মিত রুটিন হয়ে যাচ্ছে। বর্তমানে এই এলাকায় লাউরা ও নাজিরপুর গ্রামে বিগত ১০ বছর ধরে পানি উন্নয়নের কাজ অব্যাহত। নোয়াগাঁও এলাকার ছমির মিয়া জানান, তিনি এই এলাকায় প্রায় ৫০-৬০ বছর ধরে বাস করছে। এর মধ্যে মেঘনা নদীর ভাঙনের কবলে প্রায় কয়েকশ’ একর জমি বিলীন হয়ে যায়। এমনকি তার নিজ বসতবাড়িসহ প্রায় ২০টি পরিবার এই মেঘনা নদীর ভাঙনের কবলে বিলুপ্ত। মেঘনা নদীর দিক পরিবর্তন না করলে অচিরেই গ্রামটি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সেলিম সাবের জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করবো।