ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

লালমোহনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার

দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহন উপজেলায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ জনগণ হাতে প্রতীকী লাশ, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে হাফিজ উদ্দিন এভিনিউতে সমবেত হন। পরে সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসরাইলি আগ্রাসন বন্ধ ও তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ইসরাইলি সকল পণ্য বয়কটের মাধ্যমে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। এ ছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা। লালমোহন উপজেলা হেফাজত ইসলামীর আমীর মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব ও বিভিন্ন রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status