বাংলারজমিন
মাধবদীতে সুতার কুনিং কারখানায় ভয়াবহ আগুন
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবারমাধবদীতে মেসার্স আফরিনা ট্রেডার্স নামে একটি সুতার কুনিং কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের আটপাইকা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে তারা ওই কারখানা ও সুতার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখেন। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে সুতা, ববিন ও কুনিং মেশিনসহ মালামাল ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিক মো. খোরশেদ আলমের স্বজনরা জানান, মেসার্স আফরিনা ট্রেডার্স নামে প্রতিষ্ঠানটি একমাত্র ভরসা ছিল খোরশেদ আলমের। আগুনের ঘটনায় তারা এখন নিঃস্ব। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা। তবে মো. খোরশেদ আলম এলাকায় না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মাধবদী বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে দুটি ইউনিটের ফায়ার কর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে স্টেশনে ফেরেন। এ ঘটনায় কোনো হতাহত নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।