বাংলারজমিন
নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে শুক্রবার বিকালে ৪ টা থেকে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। ‘লাঠির ছন্দে শপথ করি, মাদক ছাড়া জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে খেলাটি উদ্বোধন করবেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি। খেলায় সৌদি আরব থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম। মো. নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুমুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবজমিন নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, আনন্দ টিভি’র নবীনগর প্রতিনিধি আবু কাউছার, বাংলা টিভি’র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ। খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। খেলাটি পরিচালনা করেন মো. জাকির সর্দার।