খেলা
ইউনাইটেডের নাটকীয় জয়ের নেপথ্যে ১৯৯৯ সালের ডকুমেন্টারি
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে লিওঁর বিপক্ষে নাটকীয় জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেড জেতে ৫-৪ গোলে। এর আগে প্রথম লেগে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। এ নিয়ে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলে ৭-৬ গোলের অগ্রগামিতায় ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করে সেমিফাইনাল।
লিওঁর বিপক্ষে জয় পেয়ে কোচ রুবেন আমোরিম বলেন, ‘এ জয়ের জন্য আমি ১৯৯৯ সালের ডকুমেন্টারি ফলো করেছিলাম। এটা আমাদের জন্য একটা দারুণ রাত ছিল । ৪-২ গোলের সময় মনে হয়েছিল সব শেষ। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম এখনো ম্যাচ জেতা সম্ভব আর সেটাই হয়েছে।’
রেড ডেভিলদের কোচ আমোরিমের কথা অনুযায়ী ১৯৯৯ সালের জুনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনাল ম্যাচে ইনজুরি সময়ের শেষ দুই মিনিটে গোলে পিছিয়ে থেকে ফিরে এসে মিউনিখকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিযোগিতাটি জিতে নেয়। সেই ম্যাচে টেডি শেরিংহাম এবং ওলে গানার সোলস্কজার ইউনাইটেডের হয়ে গোল করেন।
বৃহস্পতিবারের ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ১০ জনের দল হওয়ার পরও লিওঁ স্বাগতিক ইউনাইটেডকে বিদায়ের শঙ্কায় ফেলে। ৪-৪ সমতায় থাকার পর ১২১তম মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডে ওল্ড ট্রাফোর্ড উল্লাসে ফেটে পড়ে। ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে রেড ডেভিলদের বস আমোরিম বলেন, ‘আমার মনে হয়, চতুর্থ গোলটিই ওদেরকে একদম দুমড়েমুচড়ে দেয়। এরপর আমরা আরও কিছু করার সুযোগ পেয়ে যাই। আমার কাছেই তা আসে এবং সৌভাগ্যক্রমে গোল করতে পেরেছি। অবিশ্বাস্য এক ম্যাচ ছিল। অনেক ঘাম ঝরিয়ে ধরা দিয়েছে এই মুহূর্ত।’
আমোরিম বলেন, ‘শেষ দুটি গোলে যে আওয়াজ, তা অসাধারণ অনুভূতি ছিল। যা আমরা আমাদের সামনের পথচলায় সযত্নে লালন করতে পারবো । এসব কারণেই তো এই খেলাটা আমরা এতটা ভালোবাসি। কোচ হিসেবে এই যে এত হতাশা, মৌসুমজুড়ে এমন বিবর্ণ সময়, বাজে সব মুহূর্ত, সবকিছুই আলিঙ্গন করে নেয়া যায় এরকম কিছু মুহূর্তের জন্য।’ আমোরিম বলেন, ‘এরকম মৌসুমে এই ধরনের জয় অনেক ফুটবলারকেই সহায়তা করতে পারে (উজ্জীবিত করতে)। সমর্থকদের সঙ্গে ফুটবলারদের বন্ধন পোক্ত হতে পারে এবং কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি, মৌসুমটা আমাদের কেমন যাচ্ছে’।
এদিন ইউরোপিয়ান মঞ্চে প্রথম দল হিসেবে ম্যানইউ ১২০তম মিনিটে দুই গোল করে। বড় কোনও উয়েফা প্রতিযোগিতার ইতিহাসে এ ম্যাচে প্রথমবার অতিরিক্ত সময়ে রেকর্ড পাঁচ গোল হয়। এ জয়ে ইউরোপা লীগে ৫ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিওঁর বিপক্ষে রেড ডেভিলদের অসাধারণ প্রত্যাবর্তনের পর ইউনাইটেডের পরের ম্যাচ মুখোমুখি হবে প্রিমিয়ার লীগের দল উলভস এবং বোর্নমাউথের। এরপর লা লিগার দল অ্যাথলেটিক ক্লাবের। যারা নিজেদের শেষ ম্যাচে রেঞ্জার্সকে ২-০ গোলে হারায়।