ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

রুবেল মিয়ার সেঞ্চুরিতে টিকে যাওয়ার পথে পারটেক্স অবনমন শাইনপুকুরের

স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

রুবেল মিয়ার সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। রায়ান রাফসান রহমান ও শাহরিয়ার সাকিবের জুটিতে সেটা তাড়া করার পথে ভালো অবস্থানেই ছিলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু এই জুটি ভাঙতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নেয় পারটেক্স। এই জয়ে প্রিমিয়ার লীগে টিকে থাকার আশা বাচিয়ে রাখলো তারা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ঢাকা প্রিমিয়ার লীগের রেলিগেশন ম্যাচে শাইনপুকুরকে ১৯ রানে হারায় পারটেক্স। ২৬৫ রানের লক্ষ্যে ৭ বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। এ নিয়ে লীগে টানা ১১ ম্যাচ হারা শাইনপুকুর প্রিমিয়ার লীগ থেকে অবনমিত হয়ে গেলো। আর ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগে টিকে থাকার সম্ভাবনা বাড়াল পারটেক্স। শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এক পয়েন্ট পেলেই টিকে যাবে তারা। পারটেক্সের জয়ের কারিগর রুবেল মিয়া। তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রান করেন ৩২ বছর বয়সী ব্যাটার। রান তাড়ায় মইনুল ইসলামের ব্যাটে ঝড়ো শুরু পায় শাইনপুকুর। ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ৪৫ রান করেন তিনি। আরেক ওপেনার নিওন জামানের ব্যাট থেকে আসে ২৯ রান। তিন নম্বরে নেমে রহিম আহমেদও খেলেন ২৯ রানের ইনিংস। এরপর রাফসান ও সাকিব মিলে চতুর্থ উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। তাদের জুটিতেই শাইনপুকুরের জয়ের পথ প্রশস্ত হচ্ছিল। কিন্তু রাফসান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাইনপুকুরের ব্যাটিং লাইনআপ। ৫ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ৫৯ রান করে ফেরেন রাফসান। এরপর মাত্র ৪৪ রানের মধ্যে শেষের ৭ 
উইকেট হারিয়ে ফেলে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় পারটেক্স। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন রুবেল ও মোহাম্মদ রাকিব। ৬ চারে ৭৫ বলে ৪৭ রান করে আউট হন রাকিব। এরপর আহরার আমিনকে নিয়ে এগোতে থাকেন রুবেল। ১১৯ বলে পূর্ণ করেন স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। আহরারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৩৭ রান। ১৫ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে দলকে আড়াইশ পার করান সাব্বির রহমান। শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নেন শাহিন আলম।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status