ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

২২/০৪/২০২৫ তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এর বক্তব্য

(২ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:৩২ অপরাহ্ন

mzamin

কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশের ৭০ বছরের অধিক পুরোনো দেশীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান । এটি দেশের নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার ভেতরে গুণগত মান সম্পন্ন সাবান, প্রসাধনী সামগ্রী ও ডিটারজেন্ট উৎপাদন ও বিপননের মাধ্যমে চাহিদা পূরন করে। প্রতি বছর প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ অর্থ ভ্যাট ও ট্যাক্স এর মাধ্যমে জমা করে থাকে । এই প্রতিষ্ঠানটিতে সর্বদা  সকল ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সকল ধর্মের ও জাতির মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করছে । দেশের কর্মসংস্থানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । যেহেতু,  বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, তাই স্বভাবতঃই এই কোম্পানিতে মুসলমান কর্মকর্তা-কর্মচারীর আধিক্য । সেই জন্য প্রতিষ্ঠানটির ভিতরে একটি মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করা হয় এবং অন্যান্য ধর্মীয় কর্মকান্ড পরিচালিত হয় ।

গত ২০/৪/২০২৫ ইং তারিখে একজন কর্মকর্তা তার একজন অধীনস্থ সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয় আলোচনার মধ্যে কিছু আপত্তিকর প্রসঙ্গ উপস্থাপন করেন, যা স্বভাবতই একজন ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে । পরবর্তীতে ২২/৪/২০২৫ ইং তারিখ দুপুরে শ্রমিকেরা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের শুনানি করে ঘটনার সত্যতা প্রমাণ পান এবং বহিষ্কারাদেশ দেন। এছাড়াও প্রশাসন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস দেন । ইতোমধ্যে কিছু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে এবং বিশৃংখলার সৃষ্টি করে।

এমতাবস্থায়, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদের এবং মাদ্রাসার ইমাম ও শিক্ষকগণ একত্রিত হয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে শান্ত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন । পুলিশ, সামরিক বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এর সঙ্গে সম্পৃক্ত হয়ে সবাইকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন । সকলের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয় এবং আমরা উক্ত কর্মকর্তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করি । 
উক্ত বিষয়টি সম্পূর্নভাবে তাদের ব্যক্তিগত আলাপচারিতা, যাতে প্রাতিষ্ঠানিক কোন সংশ্লিষ্টতা নেই।  কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড  কখনোই কোন ধর্মীয়, সামাজিক অথবা জাতীয়তার প্রতি যে কোনো উপায়ে বিদ্বেষমূলক কথা বা আচরন কোনোভাবেই সমর্থন করে না। এ ব্যাপারে প্রতিষ্ঠান শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করে। এই প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইনকে সার্বিকভাবে ধারন করে এবং এটি রক্ষায় বদ্ধ পরিকর।

যেহেতু বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর প্রচারিত হচ্ছে, যা প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই আমরা মনে করেছি বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন । একই সাথে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সামরিক বাহিনী এবং ধর্মীয় ও ¯’ানীয় নেতৃবৃন্দসহ সাধারন জনগনের প্রতি সুষ্ঠ ও সুন্দর সমাধানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি । (বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status