ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সরাসরি

বাংলাদেশের ৬৪ রানের লিডে দ্বিতীয় দিনের খেলা শেষ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৪ অপরাহ্ন

mzamin

শেষ হয়েছে চট্টগ্রামে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জুটিতে ৬৪ রানের লিডে আছে বাংলাদেশ। মিরাজের ব্যক্তিগত সংগ্রহ ১৬ রান ও তাইজুলের ৫। ৮৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

 

মুশফিকের পর ফিরলেন নাঈমও

ভিনসেন্ট মাসাকেসার ওভারের শেষ বলে রান নিতে গিয়ে আউট মুশফিকুর রহীম। ওয়েসলি মাধাভেরের সরাসরি থ্রোয়ে ডাইভ দিয়েও শেষ রক্ষা হয়নি। মুশফিক আউট ব্যক্তিগত ৪০ রানে। ৫ রানের ব্যবধানে ফিরলেন নাঈম হাসানও। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৮৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৭৯, লিড ৫২ রানের।

 

দ্রুতই ফিরলেন জাকের আলি

পঞ্চম উইকেটে মুশফিককে সঙ্গ দিতে এসে বেশিক্ষণ টিকলেন না জাকের আলি। ব্যক্তিগত ৫ রানে মাসাকেসার বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরেছেন এই টাইগার ব্যাটার। ৭৪.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬৭, লিড ৪০ রানের।

 

ভাঙলো মুশফিক-শান্তর জুটি

ব্যক্তিগত ২৩ রানে ফিরলেন নাজমুল হাসান শান্ত। মাসাকেসার বলে ওয়েলচের তালুবন্দী হয়ে আউট টাইগার অধিনায়ক।

 

পঞ্চাশ ছাড়ালো মুশফিক-শান্তর জুটি, লিড বাংলাদেশের 

চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছেন মুশফিকুর রহীম ও নাজমুল হাসান শান্ত। দুজনের জুটি পার থেকে এসেছে ৬৬ রান। ব্যক্তিগত ৩৭ ও ২৪ রানে ক্রিজে টিকে আছেন মুশফিক ও টাইগার অধিনায়ক। ৭০.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬০, এগিয়ে ৩৩ রানে।  

 

দলীয় দুইশ’ ছাড়ালো বাংলাদেশ

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহীমকে (১০) নিয়ে দলীয় দুইশ’ ছাড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২)। ৫৯.৪ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২১০ রান, লিড নিতে প্রয়োজন আর ১৭ রান।

 

টানা দুই উইকেট নেই বাংলাদেশের

৫৩তম ওভারের শেষ বলে মুমিনুলকে বেন কারেনের হাতে ক্যাচ বানিয়ে ফেরালেন মাসাকাদজা। পরের ওভারে এসে প্রথম বলেই সাদমানকে ফেরালেন ব্রায়ান বেনেট। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ব্যকাফুটে বাংলাদেশ। মুমিনুল ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রানে, সাদমানের ব্যাট থেকে এসেছে ১২০ রান। ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে টাইগাররা, লিড নিতে প্রয়োজন আরও ৩৩।

 

সাদমানের সেঞ্চুরি, এগোচ্ছে বাংলাদেশ

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০২১-এ প্রথম সেঞ্চুরিটি করেন এই টাইগার ব্যাটার। ৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫০ রান, লিড নিতে দরকার আর ৭৭। ব্যক্তিগত ১০১ রানে থাকা সাদমানকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক, তার ব্যক্তিগত সংগ্রহ ৯ রান।

 

৩৯ রানে ফিরলেন বিজয়, ভাঙলো ওপেনিং জুটি 

৩ বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এলো ৩৯ রান। ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটার। ১১৮ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। 

৩৩ ইনিংস পর শতরানের ওপেনিং জুটি 

খেলা শুরু হতেই বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙে যায়, এটাই দীর্ঘদিনের অবস্থা। তবে আজ এনামুল হক বিজয় আর সাদমান ইসলামের ব্যাটে সেই দৃশ্য বদলে যাচ্ছে। ৩৩ ইনিংস পর ওপেনিং জুটিতে সেঞ্চুরির জুটি পেলো বাংলাদেশ। এর আগে নাজমুল হোসেন শান্ত-জাকির হাসানের ওপেনিং জুটিতে সেঞ্চুরি এসেছিল। ২০২২ সালে এই চট্টগ্রামেই ভারতের বিপক্ষে  ১২৪ রানের জুটি গড়েন তারা। ২৬ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। সাদমান ৬৬ আর বিজয় অপরজিত ৩৮ রানে। 
 

সাদমানের ফিফটি

টানা রান খরার মধ্যে এবার স্বস্তির ফিফটি পেয়েছেন সাদমান ইসলাম অনিক। ব্যক্তিগত ৭৮ বলে ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে ফিফটি করেছিলেন সাদমান। বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান। 

বিজয়-সাদমানের ব্যাটে দলীয় ফিফটি

এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের ব্যাটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুজনের জুটিতে ইতিমধ্যে ৫০ রান ছাড়িয়েছে। সাদমান ৩৭ আর বিজয় ব্যাটিং করছেন ২৩ রানে। ১৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান

দিনের প্রথম বলেই শেষ জিম্বাবুয়ে 

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করেছে বাংলাদেশ।৷ আজ দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে বিদায় করেন তাইজুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের তাইজুলের বলে হালকা করে ব্যাট ছুঁইয়েছিলেন মুজারাবানি। উইকেটের পেছন থেকে জাকের আলী সঙ্গে সঙ্গেই আবেদন করেন। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। থার্ড আম্পায়ার জানান, এটি আউট। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

এর আগে গতকাল ৯ উইকেট হারিয়ে ২২৭ রান নিয়ে দিন শেষ করে জিম্বাবুয়ে। গতকাল ৫ উইকেট নেওয়া তাইজুল আজ নিজের ষষ্ঠ উইকেট। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status