বিশ্বজমিন
গণহত্যা ধামাচাপা দেয়ার অভিযোগে লন্ডনে বিবিসি’র কার্যালয়ের বাইরে বিক্ষোভ
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১১:০৯ পূর্বাহ্ন

ইসরাইল কর্তৃক গাজায় গণহত্যার খবর ‘ধামাচাপা’ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার বিবিসির লন্ডনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা। পোর্টল্যান্ড প্লেসে বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়।
এছাড়া তারা ‘ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করো’ ও ‘ব্লাডি বিবিসি’ স্লোগান দিতে থাকেন। গাজায় ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে উপত্যকাটিতে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান ওই বিক্ষোভকারীরা। তারা চিৎকার করে ‘শেইম বিবিসি’,‘বিবিসি গণহত্যা সমর্থন করছে’ এমন স্লোগান দেন। ফেব্রুয়ারিতে গাজা নিয়ে করা একটি তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করে বিবিসি। যা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ‘গাজা: হাউ টু সার্ভাইভ অ্যা ওয়ারজোন’ শিরোনামে ওই তথ্যচিত্রটি তৈরি করা হয়। যেখানে গাজায় মানুষের জীবন কেমন তার এক ঝলক দেখানো হয়। বিক্ষোভে অংশ নেয়া ফারিস আমের বিবিসির সমালোচনা করে বলেন, ওই তথ্যচিত্রে গাজার সম্পূর্ণ চিত্রও তুলে ধরেনা, সেখানে গাজার আংশিক চিত্র তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে বিবিসি এটা বুঝাতে চায় যে, তথ্য প্রচার করা তাদের লক্ষ্য নয়। আমের আরও বলেন, এই জন্য আমাদেরকে তথ্যের অন্য উৎস খুঁজতে হবে। স্বাধীন গণমাধ্যমের দিকে লক্ষ্য করতে হবে। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।