বিশ্বজমিন
পাকিস্তানের পাশে আজারবাইজান
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১২:১১ অপরাহ্ন

এবার পাকিস্তানের পাশে দাঁড়ালো আজারবাইজান। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসলামাবাদকে সমর্থন দিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বৃহস্পতিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ। কথোপকথনের সময় তারা পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন। জেহুনকে ৬ ও ৭ মে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে অবগত করেন ইসহাক দার। তিনি বলেন, হামলাগুলো মূলত বেসামরিক এলাকায় চালানো হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ৩১ পাকিস্তানি। জবাবে ভারতের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টিও বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বায়রামভ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। পাকিস্তানের মানুষের প্রতি সংহতিও জানান তিনি।
এছাড়া তিনি হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমানোর গুরুত্বের ওপর জোর দেন। ওই সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্য বিষয় নিয়েও মতবিনিময় করেন। সাম্প্রতিক হামলা কয়েক মাসে পারমাণবিক শক্তিধারী দুই দেশের মধ্যে হওয়া একটি গুরুতর ঘটনা। এতে উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।