ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ভারত ও পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে গুলি না চালানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৭ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

mzamin

যুদ্ধ বিরতি ঘোষণার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠকে আর একটিও গুলি না চালানোর ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। আরও সিদ্ধান্ত হয়েছে, কেউই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না! ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)-দের মধ্যে সোমবার সন্ধ্যা ৫টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়। পরে অবশ্য সন্ধ্যায় বৈঠকটি হয়। 

ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে বলে সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমও-দের মধ্যে। আক্রমণাত্মক পথে না হাঁটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।

শনিবার বিকেলে প্রথম ভারত-পাক যুদ্ধ বিরতির কথা ঘোষণার পর জানানো হয়েছিল সোমবার ডিজিএমও স্তরে বৈঠক হবে।

এদিকে, পাকিস্তান ভারতীয় সেনার বক্তব্য উড়িয়ে দিয়ে শনিবার জানিয়েছে, পাক সেনাবাহিনী 
কখনওই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর  মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই দাবি করেছেন। তবে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানি সেনা ১০ মে ভারতের ডিজিএমও-র দ্বারস্থ হয়েছিল।

পাঠকের মতামত

নিঃসন্দেহে ভালো সংবাদ। কিন্তু, ভারত রাজী হলো কেনো!?! আমি একটু কনফিউজড। পাকিস্তানকে ধ্বংস করে দিবে এমন হুমকি দেয়ার দেশ হঠাৎ কেমন যেন চুপসে গেলো!?! যাহোক, সামনে ভালো দিনের আশা করি ।

নিয়াজ
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

১০

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status