ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভারতে ৭ শহরে ২ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

মানবজমিন ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

mzamin

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার রেষ ধরে আজ মঙ্গলবার ৭ শহরে ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এয়ারলাইন্স। তারা ঘোষণা দিয়েছে শ্রীনগর, জম্মু, অমৃতসর, চণ্ডিগড় এবং সীমান্ত এলাকার অন্য তিনটি শহরে আজ কোনো ফ্লাইট যাবে না। সেখান থেকে কোনো ফ্লাইট উড্ডয়নও করবে না। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয় জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডিগড় এবং রাজকোটে অবতরণ ও উড্ডয়ন বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে জম্মু, অমৃতসর, চণ্ডিগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে অবতরণ ও উড্ডয়ন বাতিল করেছে ইন্ডিগো। এক্সে এয়ার ইন্ডিয়া এক পোস্টে জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতি এবং আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি মনিটরিং করছি। পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেয়া হবে। ইন্ডিগোও বলেছে, সর্বশেষ পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। তারা পোস্টে বলেছেন, আমরা বুঝতে পারি এই সিদ্ধান্তে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হবে। এর জন্য আমরা দুঃখিত। পরিস্থিতির ওপর আমাদের টিম সক্রিয়ভাবে মনিটরিং করছে। পরবর্তী তথ্য আপনাদেরকে দ্রুতই জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ও উত্তেজনার পর ওইসব বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। সোমবার সেখান থেকে বেসামরিক ফ্লাইট টালু হয়। এদিন এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) ঘোষণা করে, ১৫ই মে পর্যন্ত যে ৩২টি বিমানবন্দরকে অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল তার বেসামরিক ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে। অন্য যেসব বিমানবন্দরে ফ্লাইট চালু করার অনুমতি দেয়া হয় তার মধ্যে আছে আদমপুর, আম্বালা, অবন্তিপুর, বথিন্ডা, বিকানার, হালওয়ারা, হিন্দন, জয়সালমার, কান্দলা, কাঙ্গরা, কেশর, কিষ্ণগড়, কুল্লু মানালি, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবান্দার, সারসাওয়া, শিমলা, থোইসে এবং উত্তরলাই। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দুই দিন পরে এ সিদ্ধান্ত এসেছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status