ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানকে মোদির আলটিমেটাম

হামলা এখনও শেষ হয়নি

মানবজমিন ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

mzamin

পাকিস্তানকে কঠোর আলটিমেটাম দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি একটি দেশ হিসেবে টিকে থাকতে চায়, তাহলে তাদেরকে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে হবে। সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া ২২ মিনিটের ভাষণে তিনি পাকিস্তানকে আরও কঠোর ভাষায় সতর্ক করেন। বলেন, অপারেশন সিঁদুর বর্তমানে স্থগিত অবস্থায় আছে। এটা স্থায়ীভাবে শেষ হয়ে যায়নি।  জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত থাকার অভিযোগ নিয়ে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। 

এ সময় মোদি বলেন, পাকিস্তানকে অবশ্যই জেনে রাখতে হবে যে, হামলা এখনও শেষ হয়ে যায়নি। সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। এরপরই হামলা স্থগিত করা হয়েছে। পাকিস্তান সামনে কি ধরনের মনোভাব পোষণ করে তার প্রতিটি পদক্ষেপ আমরা পরিমাপ করে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, পাকিস্তান যদি আবারও একই কাজ করে অথবা ভুল করে, ‘তাহলে আবারও আমি বলছি আমরা শুধু আমাদের প্রতিশোধ স্থগিত করেছি। এ সময় তিনি পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর কিভাবে অভিযান চালিয়েছে তার বর্ণনা দেন। বলেন, ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেভাবে আঘাত করেছে তা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। 

এ সময় মোদি দাবি করেন পাকিস্তান হতাশ হয়ে পড়েছিল। আঘাতে তারা পীড়িত হয়ে বিশ্বজুড়ে ফোন করেছে। তাদের হস্তক্ষেপ চেয়েছে যুদ্ধবিরতির জন্য। কিন্তু ‘পাকিস্তান শুধু যখন ভারতের প্রতি আবেদন করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে না, অগ্রসরমান সামরিক তৎপরতা দেখাবে না, তখনই ভারত যুদ্ধবিরতি বিবেচনা করেছে’। 

মোদি দাবি করেন ভারতের সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলায় পাকিস্তান গভীরভাবে হতাশ হয়ে পড়ে। ভারতের সীমান্তে তারা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু আমরা তাদের হার্টের ভিতর আঘাত করেছি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর এবং মুরিদকে’র মতো স্থানকে তিনি ‘টেরর ইউনিভার্সিটি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিশ্বের সব বড় বড় সন্ত্রাসী হামলা, হোক সেটা ৯/১১, লন্ডন টিউব বোমা হামলা অথবা বড় কোনো সন্ত্রাসী হামলা- যেসব হামলা কয়েক দশকে ভারতে চালানো হয়েছে- এর সঙ্গে কোনো না কোনোভাবে এসব সন্ত্রাসীদের যোগসূত্র আছে। সুনির্দিষ্ট হামলায় ভারত শুধু পাকিস্তানে সন্ত্রাসীদের অবকাঠামোই গুঁড়িয়ে দিয়েছে এমনটা নয়, তাদের নৈতিকতাও গুঁড়িয়ে দিয়েছে। 

ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে (সেনা সদরদফতর) সতর্ক করে দিয়ে নরেন্দ্র মোদি বলেন, অপারেশন সিঁদুর শুধু একটি অপারেশন নয়। একই সঙ্গে এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় নীতির পরিবর্তন। 

অপারেশন সিঁদুর নতুন এক পরিস্থিতি উল্লেখ করে মোদি বলেন, যেখানেই সন্ত্রাসীদের ঘাঁটি থাকবে সেখানেই হামলা করবে ভারত। যদি আমাদের দেশ আক্রান্ত হয় তাহলেও অবশ্যই একই কাজ করবে। 

পাকিস্তানের পারমাণবিক ব্লাকমেইলের উল্লেখ করে মোদি বলেন, এটা ভারতকে বিরত করতে পারবে না। তিনি বলেন পারমাণবিকভাবে ব্লাকমেইল করা কোনোভাবে সহ্য করবে না ভারত। এমন হলে ভারত সুনির্দিষ্ট হামলা করবে। এক্ষেত্রে ভারত সন্ত্রাসে মদতদাতা সরকার এবং সন্ত্রাসী হামলার মূল হোতাদের মধ্যে কোনো পার্থক্য করবে না।

 

পাঠকের মতামত

juddhe here pagol prolap korce.Apsos korce.urine modi

sunsin
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ২:১৩ অপরাহ্ন

সন্ত্রাসী, রেইসিস্ট, ফ্যানাটিক, মাথামোটা, গোমূর্খ লোকটা মান সম্মান হারিয়ে এখন প্রলাপ বকছে

এম. এম. ইসলাম
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১২:৩৮ অপরাহ্ন

জী, মোদি চাহেব, অপারেশন চালরাহাহে, অপারেশন ইনদুর চালরাহাহে।

সোহাগ
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৫৮ পূর্বাহ্ন

পরাজয়ের গ্লানি ঢাকতে বৃথাই গর্জন। কিন্তু পরাজয় তো ঘটে গেছে, যা ছিলো মোদির ঘটে!

আবুল কাসেম
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৪৮ পূর্বাহ্ন

গোমুত্র পান করে মদ পান করে ঘুমিয়ে থাক নির্লজ্জ বেহায়া মিথ্যাবাদী। পাচঁটা যুদ্ধ বিমান হারিয়ে পাগলের ভুলি যপতেছে।

ফারুক
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৪৩ পূর্বাহ্ন

Dog MODI (Barking) Guw Guw Guw........

omar faruk
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৩৮ পূর্বাহ্ন

গু গোবর খেয়ে বক্তৃতা দিতে আসলে বক্তৃতাতো এমনই হবে। পাকিস্থান যেভাবে ওর ধুতি খুলে দিগম্বর করে দিছে তাঁর পরে কোন মুখ নিয়ে বক্তৃতা দিতে আসে। আগে শুনতাম মদ খেয়ে মানুষ মাতাল হয়, এই প্রথম দেখলাম গরুর মূত খেলেও মানুষ মাতলামো করে !!

ক্ষুদিরাম
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:২০ পূর্বাহ্ন

পাগলের মাথা খারাপ..মোদিরে ওর নিজের মুত্র খাওয়ানো দরকার

jahirul quyyum
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:১৬ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক মোদি নৈতিকভাবে যুদ্ধে হেরে খুবই আপসেট হয়ে গেছে এখন আবার হম্বিতম্বি করে তার ইমেজ পুনরুদ্ধারের চেষ্টায় আছে কিন্তু সে যে আপদ মস্তক একটা ভন্ড বিশ্ববাসীর তা বুঝতে বাকি নেই।

Javed Hossain
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:০৯ পূর্বাহ্ন

he is gone mad. now he need cow urine

RAIHAN
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫৮ পূর্বাহ্ন

পিপীলিকার পাখা গজাইছে। আর পিপীলিকার পাখা গজাইলে কী হয় তা মোদী হয়তো জানেনা!

রুহেল
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫৬ পূর্বাহ্ন

THIS ATTACKS WAS A REHARSEL BY INDIA. NOW INDIA KNOWING WELL WHERE AND HOW MANY SECRET SPOT IN PAKISTAN.

Too much
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৬ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদী ভোটের সময় হলে তোমার জঙ্গি নাটকের কথা মনে যায়। গোমূত্র খেয়ে ঘুমাও। আবার যদি পাকিস্থানে হামলা চালাযও তবে দিল্লি হিরুসিমা নাগাসি হয়ে যাবে।

Faiz Ahmed
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৬ পূর্বাহ্ন

Modi , the paper tiger .

Fazle Ahmed
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৫ পূর্বাহ্ন

পাঁচটা প্লেন হারানোর পর এখন পাকিস্তানকে মোদির আলটিমেটাম!হাসি ছাড়া কি?

মিনু
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪০ পূর্বাহ্ন

চরম ভীতু ও নির্লজ্জ একটি প্রাণী......

Pak Bangla friendshi
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৩৮ পূর্বাহ্ন

আরে কসাই , সৌদি প্রিন্সের হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতি আদায় করেছো আর এখন উল্টা সুর । যুদ্ধ বিরতি না হলে তোমাদের দখল কৃত কাশ্মীর হাত ছাড়া হয়ে যেতো এতোদিন । পাক পাইলট দের অপারেশন দেখে সারা বিশ্ব হতবাক । একজন ব্রিটিশ যুদ্ধ বিশেষজ্ঞ পাক পাইলটদের দক্ষতা দেখে বিস্ময় প্রকাশ করলেন । তোমরা বলিউড সিনামায় সব সময় জিতো। এবার আরেকটা সিনেমা বলিউডকে বানাতে বল , যেখানে তোমরা দেখাবে ৬ টি যুদ্ধ বিমান বিদ্ধস্ত হওয়ার পর মোদি ফুঁ দিল আর রাফায়েল গুলু রাম রাম বলে চলতে শ্বুরু করলো । ভালো বাজার পাবে । বাস্তবে তোমরা কোথাও জিততে পারবে না ।

zakiul Islam
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৩৩ পূর্বাহ্ন

মোদির এ বক্তব্যতে তাকে মাতাল মনে হচ্ছে।

A R Sarker
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:২৪ পূর্বাহ্ন

Just a moron had lost all screws.

Anis Chowdhury
১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status