অনলাইন
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে অধ্যাদেশ জারি হয়েছে। উপদেষ্টা পরিষদে অনুমোদনের ২৫ দিন পর মঙ্গলবার মধ্যরাতে এ অধ্যাদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এটি কার্যকর করার তারিখ ঘোষণা করবে।
অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
পাঠকের মতামত
ঘুষখোর আর দুর্নীতিগ্রস্থ কাস্টম অফিসার গুলি কে শুধরাবার কোনো ব্যবস্থা থাকবে কি?