অনলাইন
মালয়েশিয়ায় মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় ৯ পুলিশ সদস্য নিহত
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৩২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইন্তান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ)-এর ৯ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চালন চিকুস-সুংগাই লামপাম সড়কে এফআরইউ-এর একটি ট্রাক ও একটি পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, হিলির পেরাক জেলার পুলিশ প্রধান এসিপি ড. বাকরি জাইনাল আবিদিন এক বিবৃতিতে বলেন, “প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও একজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। নিহতরা সবাই এফআরইউ সদস্য। এছাড়া দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পেরাক অগ্নি ও উদ্ধার বিভাগ পরিচালক সায়ানি সাইদোন বারনামাকে জানান, সকাল ৮টা ৫৪ মিনিটে তাদের কাছে একটি জরুরি কল আসে। তেলুক ইন্তান ফায়ার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, যা মূল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে।
তিনি বলেন, “দুর্ঘটনায় দুটি ভারী যানবাহন জড়িত ছিল — একটি এফআরইউ ট্রাক এবং একটি পাথরবাহী লরি। এফআরইউ ট্রাকের ভিতরে দুটি মরদেহ আটকে ছিল। আমাদের উদ্ধার অভিযান এখনো চলছে। পর্যায়ক্রমে আরও তথ্য জানানো হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা যন্ত্রপাতি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে হতাহতদের বের করে আনেন।