শেষের পাতা
ইশরাকের শপথ দাবিতে নগর ভবনের সামনে অবস্থান, কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে এই কর্মসূচিতে অংশ নেন। গতকাল সকাল ৯টার দিকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা এই কর্মসূচি শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ শেষে দুপুরে এক বৈঠকে নেতা-কর্মীরা আজ নতুন কর্মসুচি পালন করার সিদ্ধান্ত নেন। সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত ইশরাকের শপথগ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই বিক্ষোভকারীরা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে গতকাল সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভেতরে ঢুকে যান। তাদের একটি অংশ নগর ভবনের সিঁড়িতে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।
অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান আজকের নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও অন্তর্বর্তী সরকারের কয়েকজন ব্যক্তির কারণে জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় বৃহস্পতিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো। সিদ্ধান্ত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন সরদার বলেন, আমরা সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে এখানে অবস্থান করবো, কোনো কার্যক্রম চলবে না। সব অফিসার তাদের কোনো কাজই করবেন না, যতক্ষণ পর্যন্ত না আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে।
পাঠকের মতামত
মি. জব্বার, আদালতে চ্যালেঞ্জ করতেন না হলে অযথা এসব বলে লাভ নেই...
মেয়র হতে হলে বৈধ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আসতে হবে। এভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা যায়না কারন ইশরাক তাপসের চেয়ে বেশি ভোট পেয়েছেন তার দালিলিক প্রমাণ নেই । ভোট ডাকাতির নির্বাচন হলেও হয়তো ভোটের ব্যবধান কমতো কিন্তু ইশরাক যে বেশি ভোট পেয়ে নির্বাচিত হতে পারতেন তা অনিশ্চিত। বরিশালে তো মেয়র প্রার্থী চোরমোনাই পীর সাহেবকে নির্বাচন মাঠে পিটিয়ে রক্তাক্ত করেছিলো কিন্তু উনাকে তো বিজয়ী ঘোষণা করা হয়নি।।