বিবিধ
সাম্য হত্যার প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের মশাল মিছিল
অনলাইন ডেস্ক
(১ দিন আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৮ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারসহ দেশের সকল সাধারণ নাগরিকের নিরাপত্তার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল। উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ বাবুর নেতৃত্বে ঢাকা-মময়মসিংহ মহা-সড়কে মশাল মিছিল হয়। এতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উত্তরা হাউজবিল্ডিং থেকে শুরু হয়ে রাজলক্ষ্মী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সাম্য’র খুনীতের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে এ ধরণের ঘটনা রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।