শেষের পাতা
আরও ৩০ জনকে পুশইন করলো বিএসএফ
কুলাউড়া ও বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবারমৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় আরও ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ। এরমধ্যে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জন ও বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১৬ জন পুশইন করা হয়। বৃহস্পতিবার ভোরে তাদের পুশইন করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন ঘোরাফেরা করলে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতের কোনো একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে বিএসএফ ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ শিশুসহ মোট ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে। পুশইন করা ১৪ জন নারী-পুরুষ ও শিশু সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে মুরইছড়া ক্যাম্পে নিয়ে আসে। সকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলেন- মো. মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো. জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), আফসান (২০), আলফিনা (১৮), কাজল (১১), শাহিনা (০৭), হালিম (০১) ও ৫ মাসের শিশু মমিন। মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির জানান, জিজ্ঞাসাবাদে তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে জানায়।
আটককৃতরা আরও জানায়, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার জানান, বিজিবি পুশইনের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, মুরইছড়া সীমান্ত দিয়ে ১৪ জনসহ চলতি মে মাসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৪৪ জন ও কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জনসহ মোট ৭৩ জনকে পুশইন করেছে বিএসএফ।
এদিকে বিজিবি ও বড়লেখা স্থানীয় সূত্রে জানায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল বৃহস্পতিবার (১৫ মে) নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জন আটক করে। পরে বিজিবি আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন- মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)। আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে। উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত
ভারত আন্তর্জাতিক নিয়ম নীতির কোন তোয়াক্কাই করছে না । বিষয় টি জাতিসংঘে উত্থাপন করা উচিত ।
হঠাৎ করেই পুশ ইন শুরু করেছে ভারত!!! এটা তাদের আর এক গেম মনে হচ্ছে!!!