ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৬ মে ২০২৫, শুক্রবার
mzamin

ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছুরকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে হাজির হন সেই নারী। ভুক্তভোগীর নাম নারগিস আক্তার। তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা।
সূত্র জানায়, নারগিসের স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। এ অবস্থায় সংসার চালাতে গার্মেন্টসে চাকরি করে নারগিস কিছু টাকা সঞ্চয় করে একটি দুধেল গাভী কেনেন। গাভীটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। নারগিস অভিযোগ করেন, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে বুধবার সকালে বিএনপি’র স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বেলাল খান গাভীটি নিয়ে যান। গাভী থেকে বিচ্ছিন্ন হয়ে দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি। আদালত চত্বরে বসে নারগিসকে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায়।
অভিযুক্ত বেলাল খান জানান, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আবু বকরকে ২০ হাজার টাকা ঋণ দিই। সুদে-আসলে সেটি এখন ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। টাকা না পাওয়ায় আমি গাভীটি নিয়ে নিয়েছি। এ বিষয়ে এখনো আদালতে কোনো মামলা হয়নি। তবে স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে গাভী ও বাছুরকে মিলিয়ে দিতে নারগিসকে বেলাল খানের বাড়িতে পাঠানো হয়েছে।

 

পাঠকের মতামত

এটাকে লাথি মেরে দল থেকে বহিষ্কার করা হোক।

Sohrab Hossain
১৬ মে ২০২৫, শুক্রবার, ২:১৮ অপরাহ্ন

There are poor difference between 2 biggest party of Bangladesh. ---White Eye.dt 16-05-2025.

Hafiz
১৬ মে ২০২৫, শুক্রবার, ১১:২৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status