ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:২১ অপরাহ্ন

mzamin

এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন কাইজার এ চৌধুরী। সাম্প্রতিক বোর্ডসভায় তিনি এ দায়িত্ব পেয়েছেন বলে বৃহস্পতিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে গত ৬ই মে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পান মো. ফজলুর রহমান। দশ দিনের মাথায় ওই পদে পরিবর্তন এল। এবি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাইজার এ চৌধুরীর। তিনি ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ২৪ বছর তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকের সিইও এবং ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এবি ব্যাংকের সিইওর দায়িত্ব পালন করেন। এ ছাড়া মেঘনা ব্যাংকের সিইও হিসেবেও কাজ করেছেন। তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (বিআইএসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসির পরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন। শিশু সাহিত্যে তার ৫০টি প্রকাশনা রয়েছে। এই ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। 
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status